বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১০:৫৬ এএম
বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ঢাকা : বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা পুনর্ব্যক্ত করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমার দুটি প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি ভারতে হওয়া মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠকে নিয়ে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশ এবং তৃতীয় দেশের ক্রমবর্ধমান হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হলে কি ভারতের ক্ষতি হবে- একইসঙ্গে কি যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে? বাংলাদেশ সম্পর্কে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে আপনার মতামত কি?’

সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ম্যাথিউ মিলার বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

এরপর ওই সাংবাদিক বলেন, ‘আমার দ্বিতীয় প্রশ্নটি। যখন মার্কিন রাষ্ট্রদূত বার বার রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানাচ্ছেন ঠিক তখনই তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত রাস্তায় সহিংসতা করছে, এগুলো থামানোর জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিতে পারে?’

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ক্রমাগতভাবে বলে আসছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং সেগুলো সহিংসতামুক্ত হওয়া উচিত।’

এমটিআই

Link copied!