কাদেরের পর হাসের আইএমএফ বিশ্বব্যাংক কর্তাদের সঙ্গে বৈঠক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১০:৪২ এএম
কাদেরের পর হাসের আইএমএফ বিশ্বব্যাংক কর্তাদের সঙ্গে বৈঠক

ঢাকা : ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

জানা গেছে, আইএমএফের বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন এ মধ্যাহ্নভোজে যোগ দেন।

এর আগে বেলা ১১টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এখন আর সংলাপের সুযোগ নেই।

এ সময় তিনি আরও বলেন, ‘আলোচনায় যা উঠে এসেছে, তা আগেও বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন তিনি। সেই সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনারও আহ্বান জানিয়েছেন। তবে আলোচনা করতে হলে তো কোনো দলকে বাদ দেওয়া যাবে না। শতাধিক দল নিয়েও আলোচনা করা যেতে পারে। তবে এখন সেই সুযোগ নেই। যেকোনো মুহূর্তে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।’

শর্তহীন সংলাপ নিয়ে ডোনাল্ড লুর চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ চিঠির বিষয়বস্তু নিয়ে আমরা পার্টির প্রেসিডেন্ট ও নির্বাহী নেতাদের সঙ্গে আলোচনা করে একটা জবাব দেব। পার্টির দৃষ্টিকোণ থেকেই এ চিঠির উত্তর দেওয়া হবে। তবে হাতে সময় খুবই কম।’ তিনি আরও বলেন, ‘আমরা আগে বলেছিলাম, বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটা থেকে বেরিয়ে এলে আমরা আলোচনার বিষয়ে ভেবে দেখব। কিন্তু এখন আর সেই সুযোগও নেই।’

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির অবস্থান না নিয়ে বরং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন সংলাপের ওপর জোর দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

আ.লীগ নেতার হুমকি নিয়ে মার্কিন দূতাবাসের উদ্বেগ : যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকিকে অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ঢাকায় দেশটির দূতাবাস। গতকাল এক বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকিবিষয়ক উদ্বেগের কথা আমরা নিয়ম মেনে বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের।’

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের একটি বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস এসব মন্তব্য করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ফরিদুল আলম যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।

এমটিআই

Link copied!