অর্পিত সম্পত্তি আইনে পরিবর্তন আসছে: ভূমিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ১২:৪৪ পিএম
অর্পিত সম্পত্তি আইনে পরিবর্তন আসছে: ভূমিমন্ত্রী

ঢাকা : অর্পিত সম্পত্তি আইনে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ভূমি সেবায় দুর্নীতি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি মেনে চলতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (৬ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সাথে মতবিনিময় শেষে ভূমিমন্ত্রী এই সহযোগিতা চেয়েছেন।

মতবিনিময় সভায় ডিসিরা, ভূমি অধিগ্রহণ, কৃষি জমি রক্ষা, খাস জমি নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন।

এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ভূমিমন্ত্রী ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চান। এসময় মন্ত্রী স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ভূমি অপরাধ আইন আসছে। আইনটি হলে অবৈধ দখলদাররা জমি দখলে রাখতে পারবে না। যার দলিল সে মালিকানা পাবে। অর্পিত সম্পত্তি আইনেও পরিবর্তন আসছে। এতে ব্যক্তি পর্যায়ে অর্পিত সম্পত্তির নামজারির ক্ষেত্রে জটিলতা দূর হবে।

এমটিআই

Link copied!