ঈদের আগের দিন বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০১:৫৮ পিএম
ঈদের আগের দিন বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ

ঢাকা: আগামীকাল সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদযাত্রার সপ্তম দিনে গাবতলীতে নেই যাত্রীদের চাপ। একই চিত্র দেখা গেছে রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে।

বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

টার্মিনাল ঘুরে দেখা যায়, কাউন্টারগুলোতে পরিবহন সংশ্লিষ্টদের অলস সময় পার করতে দেখা গেছে। তারা বলছেন, নির্দিষ্ট সময়ে যাত্রী পূর্ণ করে বাস ছেড়ে যাচ্ছে। গাবতলী বাস টার্মিনালে কোনো যাত্রী নামলে হাক ছাড়ছেন পরিবহন শ্রমিকরা। ঈদের ছুটি লম্বা হওয়ায় এবার আগে ভাগেই গ্রামে গেছেন মানুষ।  

কাউন্টারের কর্মচারীরা জানিয়েছেন, পদ্মা সেতু ও লোকাল বাসের প্রভাবে যাত্রী শূন্য হয়ে পড়েছে বাস টার্মিনালগুলো। আবার মঙ্গলবার বেশির ভাগ মানুষ ঢাকা ছাড়ার কারণেও এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

তবে, অল্প কিছু সংখ্যক মানুষ আজও ছুটছেন বাড়ির পানে। পর্যাপ্ত বাস থাকা ও যানজটমুক্ত মহাসড়কের কারণে তাদের চোখেমুখে তৃপ্তির ঝলক দেখা গেছে।

সেলফী পরিবহনের এক চালক জানান, যাত্রী সংকটে গাড়ি ফাঁকা রেখেই পাটুরিয়া যেতে হচ্ছে। অন্যবারের মতো এবারও যাত্রী নেই। গাবতলী থেকে মাত্র ২০০ টাকা ভাড়ায় পাটুরিয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে।

এদিকে উত্তরবঙ্গগামী রুটের পাবনা এক্সপ্রেস, শ্যামলী ও শাহজাদপুর ট্রাভেল পরিবহনের কর্মচারীরা জানান, এই রুটের গতকাল ভিড় থাকলে আজ তেমন কোনো ভিড় নেই যাত্রীদের।

ঢাকার মহাখালী বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকলেও নেই যাত্রী। ফলে যারাই আজ বাড়ি যাচ্ছেন তারাই স্বস্তি নিয়ে ফিরছেন।      

হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকির মোল্লা বলেন, ‘আজ যাত্রীদের চাপ নেই। মঙ্গলবার চাপ ছিল। আজ গাড়ি আছে যাত্রী নেই। সিডিউল অনুযায়ী আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে।’

এমএস


 

Link copied!