‘কোটা নয়, মেধা চাই’ স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০২:৫৭ পিএম
‘কোটা নয়, মেধা চাই’ স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব

ঢাকা: সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

রোববার (৭ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন তারা। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোটা ব্যবস্থা অবশ্যই বাতিল করতে হবে৷ চাকরিতে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই মেধার মূল্যায়ন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে সারাদেশে এই আন্দোলন চলবে। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমেছেন। এছাড়া আমাদের আর কোন উপায় নেই।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

আইএ

Link copied!