জাবি : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ অবরোধ শুরু হয় যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ব্যতীত চাকরিতে সব ধরনের কোটাকে বাতিল করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগি সামিয়া বলেন, চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি বহাল রাখা বৈষম্যমূলক। আমরা পুরোপুরি কোটা পদ্ধতি বাতিল নয় সংস্কারের পক্ষে। স্বাধীনতার ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা অযৌক্তিক। আমাদের দাবি অনগ্রসর, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ ছাড়া সবার কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের দাবি, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ব্যতীত চাকরিতে সব ধরনের কোটাকে বাতিল করতে হবে।
এদিকে আজ আপিল বিভাগের শুনানিতে যদি কোটা পদ্ধতি সংস্কার করা না হয় তাহলে তাৎক্ষণিক কঠিন কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু।
এমটিআই
আপনার মতামত লিখুন :