অসহযোগ আন্দোলন, যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১১:৩৮ এএম
অসহযোগ আন্দোলন, যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

ঢাকা : এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। রাজধানী ঢাকার পাশাপাশি নিকটবর্তী জেলাগুলোতেও এক দফা দাবি আদায়ে সড়কে নেমেছেন মানুষ।

সেই দাবির অংশ হিসেবে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসা ছাত্ররা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশে বিক্ষোভ করেন তাঁরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, মাদ্রাসা ছাত্ররা যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার সড়কে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন। তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

এমটিআই

Link copied!