রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভাষণ দেবেন সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০১:৫১ পিএম
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভাষণ দেবেন সেনাপ্রধান

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (৫ আগস্ট) জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। জানা গেছে, দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠক শেষে তিনি ভাষণ দেবেন। 

এর আগে ২ টায় ভাষণ দেয়ার কথা ছিলো। পড়ে একঘন্টা পিছিয়ে ৩টায় করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

এমএস/আইএ

Link copied!