২৫ জেলার ডিসি প্রত্যাহার, চার সচিব রদবদল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৯:৫১ পিএম
২৫ জেলার ডিসি প্রত্যাহার, চার সচিব রদবদল

ঢাকা: একযোগে দেশের ২৫ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাদের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যুক্ত করা হয়েছে।জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বদলি হওয়া ডিসিদের স্থলে নতুন ডিসি এখনো নিয়োগ দেওয়া হয়নি। আজ-কালের মধ্যে এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হতে পারে। পর্যায়ক্রমে ৬৪ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেয়া হবে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সই করা প্রজ্ঞাপনে ১৭ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো- ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

পৃথক আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. শিমুল আখতার স্বাক্ষর করেছেন। এতে আটটি জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। জেলাগুলো হলো- ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং চাঁদপুর।

অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এমএ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। আর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। 

পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

এসআই/আইএ

Link copied!