উপদেষ্টা

জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০১:৪০ পিএম
জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে

ঢাকা : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকারের সময়ে জ্বালানি ও বিদ্যুৎক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই সকল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লোপাট হয়েছে; যা খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনতে একজন বিচারপতিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৩১ আগস্ট) সকাল খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন।

এসময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারিখাতে অনেক বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। ঐসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।

এর আগে জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা, বিদ্যুৎ সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবসহ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় তিনি জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন; যা আগামীকাল থেকে কার্যকর হবে।

এমটিআই

Link copied!