আবাসিকে নতুন গ্যাস সংযোগের খবর ভিত্তিহীন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৩:৩১ পিএম
আবাসিকে নতুন গ্যাস সংযোগের খবর ভিত্তিহীন

ঢাকা : আবাসিকে নতুন গ্যাস সংযোগের খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম বা সোসাল মিডিয়ায় আবাসিক/বাসাবাড়িতে নতুন বা লোড বৃদ্ধির সংযোগ দেয়ার খবর প্রকাশ করেছে যা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে যা থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রয়োজনে গ্যাস বিতরণ কোম্পানির সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে আবারও সংযোগ চালু করা হয়। কিন্তু ২০১৪ সালের পর আবার জ্বালানি বিভাগ থেকে বিতরণ কোম্পানিকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করা হয়। পরে ২০১৯ সালে লিখিতভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।

এমটিআই

Link copied!