ঢাকা: বাংলাদেশে মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্যাটেল বলেন, সব বাংলাদেশির জন্য এই স্বাধীনতাগুলো রক্ষা করা একটি সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এ সমর্থন তার সব সহযোগী দেশ, বিশেষত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে আসছে।
বাংলাদেশের সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে জানতে চাইলে প্যাটেল জানান, তিনি এ সম্পর্কে এখনও বিস্তারিত দেখেননি। তবে এই ধরনের পদক্ষেপ সত্য হলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেন তিনি।
প্যাটেল আরও বলেন, একটি সক্রিয় ও স্বাধীন গণমাধ্যম যে কোনও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অপরিহার্য। যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও প্রযোজ্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রীর জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সব সাংবাদিকের অধিকার ও স্বাধীনতা যথাযথভাবে সম্মান করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চাই।
এম
আপনার মতামত লিখুন :