খুলনা : সাংবাদিকরাই পারে পার্শ্ববর্তী দেশের মুখে চুনকালি দিতে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিথ্যা ঘটনা দিয়ে খবর প্রচার করছে। সাংবাদিকরাই পারে সত্য ঘটনা প্রচার করে প্রতিবাদ জানাতে ও তাদের মুখে চুনকালি দিতে। এসময় তিনি সংবাদকর্মীদের কাছে সঠিক নিউজ তুলে ধরার আহ্বান জানান।
সোমবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা চলবে না। ডিবি হোক, যে হোক, তাকে জ্যাকেট পরতে হবে। তার আইডেন্টিটি (পরিচয়পত্র) শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, তাহলে প্রথমে তার পরিচয়পত্র দেখাতে হবে।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীরা ২০ থেকে ২৫ বছর জেল খাটার পর তারা জামিনে জেল থেকে বের হয়ে এসেছে। তারা যদি বিশৃঙ্খলা না করে ভালো। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনতে হবে।
কারও বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া যাবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয় তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তবে কেউ দোষী সে ছাড় পাবে না বলে জানান উপদেষ্টা।
মতবিনিময় সভায় তিনি বলেন, ঘুষ বড় ব্যাধি। সকল প্রকার ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। ঘুষ উঠে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঘুষ বন্ধ না হলে সেমিনারসহ কোনো আয়োজন কাজে আসবে না। এছাড়া বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে। হাতিয়ার দেওয়া হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করতে হবে।
এছাড়া তিনি বাংলাদেশের সব সরকারি বিভাগ ও সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। অনুষ্ঠানে পুলিশের আইজিপি, নৌ-বাহিনীর কমান্ডার, বিজিপির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :