আইন বাতিল, স্বরাষ্ট্রে যাচ্ছে না এনআইডি সেবা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:০১ পিএম
আইন বাতিল, স্বরাষ্ট্রে যাচ্ছে না এনআইডি সেবা

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ (২০২৩ সালের ৪০ নং আইন) বাতিল করা হয়েছে। 

এর ফলে এনআইডি কার্ড নির্বাচন কমিশন থেকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সই করা এক চিঠি মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়। এতে এনআইডি আইন-২০২৩ বাতিল করতে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ-সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে জাতীয় সংসদে বিল পাস হয় ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর। 

এই বিলের সমালোচনা করে তখন বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেওয়া হলে ভোটার তালিকা নিয়ে সংকট হতে পারে। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা।

আইএ

Link copied!