আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাই ফের বিএমইটির মহাপরিচালক

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৯:১৬ পিএম
আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাই ফের বিএমইটির মহাপরিচালক

ঢাকা: স্বৈরাচারী শাসনামলে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পান সালেহ আহমদ মোজাফফর। নিয়োগের আগে তিনি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন। পতিত সরকারের শাসনামলে নিয়োগকৃত এবং আওয়ামী কর্মকর্তা হিসেবে নিয়মিত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন পাওয়া এই কর্মকর্তাকে এবার চুক্তিভিত্তিক নিয়োগ দিল অর্ন্তবর্তী সরকার। যদিও সম্প্রতি অবসরে যাওয়া বেশকিছু কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী সালেহ আহমদ মোজাফফরকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সর্ম্পক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ পাওয়া সালেহ আহমেদ মোজাফফর বিসিএস ১৩তম প্রশাসন ক্যাডারে ১৯৯৪ সালে যোগদান করেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১২ সালে উপসচিব পদে পদোন্নতি পান। যুগ্মসচিব পদোন্নতি পান ২০১৭ সালে। নিয়মিত পদোন্নতি পেয়ে ২০২০ সালে অতিরিক্ত সচিব পদোন্নতি পান। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এর মত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের শ্রম বাজার ক্ষতির মুখে পড়ছে। এতে লাভবান হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির তৎপরতায় আওয়ামীপন্থী এই কর্মকর্তাকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো বলে মনে করছে তারা।

এসআই/আইএ

Link copied!