অনুসন্ধানে দুদক

গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ ৪ বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০২:৫৫ পিএম
গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ ৪ বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান

ঢাকা: গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ ৪টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহম্মেদ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

এর আগে সম্প্রতি রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ পাওয়া যায়।

ওই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক।

জয়দেবপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া। এ এলাকায় কাঁচা-পাকা রাস্তা আর সারি সারি গাছপালা। অনেকটা সবুজে ঘেরা এই কানাইয়ায় গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা বৃটিশমন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে একটি বাগানবাড়ি। প্রায় ৩৫ বিঘার ওপর নির্মিত বাগানবাড়িতে কী নেই! বাংলো, পুকুর, হরেক রকমের ফুল ও ফলের গাছ। এর নামকরণও করা হয়েছে টিউলিপের নামে ‘টিউলিপ’স টেরিটরি’। 

শুধু টিউলিপ সিদ্দিকের নামে বাগানবাড়ি নয়, গাজীপুরের বিভিন্ন স্থানে দেড়শ’ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে শেখ রেহানা পরিবারের। বাংলো, পুকুর আর সবুজে ঘেরা এসব বাগানবাড়ি নির্মাণ করে রাখা হয়েছে শুধুমাত্র নিজেদের একান্ত সময় কাটানোর জন্য। 

আইএ

Link copied!