সভাপতির মাতার নামে শিক্ষাবৃত্তি দেবে বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:২৫ পিএম
সভাপতির মাতার নামে শিক্ষাবৃত্তি দেবে বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি 

ঢাকা: বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির দ্বিতীয় মাসিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, মহাসচিব মো. তাহিয়াত হোসেন।

সভায় বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সমিতির সদস্যবৃন্দ।

এছাড়া সমিতির মাসিক সভায় বেশ কযেকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভার আলোচ্য বিষয়গুলো হলো:
শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের নগদ অর্থ প্রদানের তারিখ নির্ধারণ; 
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক কমিটি নিয়ে আলোচনা; 
শিক্ষামূলক নতুন প্রোগ্রাম নিয়ে আলোচনা। 

আলোচনা সভায় গৃহীত বিষয়গুলো হলো: 
আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে; 

টংগিবাড়ী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সংগঠনের সভাপতির মাতার নামে শিক্ষাবৃত্তি আয়োজন করা;

এবং কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনের ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা।

সভায় সমিতির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাখাওয়াত হোসেন আশিক, মো. মনির হোসেন, শামসুদ্দিন আহমেদ সুমন, আনোয়ার সাদাত, ইঞ্জিনিয়ার শরিফ উল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

আরও ছিলেন-শাহিনুর রহমান, কামাল হোসেন, নুরে আলম সিদ্দিকী লালন, মোহাম্মদ খোরশেদ আলম শেখ,  আব্দুল ওহাব শেখ, শামীম মোল্লা, নূরে আলম সিদ্দিকী, হিরা শিকদার প্রমুখ।

আইএ
 

Link copied!