ঢাকা : হুটহাট করে কাউকে জামিন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘পতিত ফ্যাসিস্টের লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এজাহার সুন্দর করে লেখেন। তথ্য দেন। হুট হাট করে কাউকে জামিন না দেয়ার অনুরোধ করছি। বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যাচ্ছি।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘১৫ বছর অরাজকতা হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এই বার্তা দিতে হবে। তা না হলে এই পদে থাকার মানে হয় না। মব তন্ত্র ভয়াবহ। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিক ভাবেকাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
সেমিনারে শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মানবাধিকার রক্ষা করে পুলিশিং সম্ভব৷ যে আদালত ভিন্ন মত দমনে জেলখানাকে ব্যবহার করে না, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
এমটিআই
আপনার মতামত লিখুন :