ঢাকা : নতুন দলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতির খাতায় নাম লেখাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়লেন নাহিদ ইসলাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলে আসা নাহিদ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার পদত্যাগপত্র দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, বেলা ২টায় তিনি যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় ফটোসেশনও হয়েছে।
এ বিষয়ে কথা বলতে নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এমটিআই
আপনার মতামত লিখুন :