ঢাকা : তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান সোমবার (৩ মার্চ) ঢাকা থেকে রওনা হন।
সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
স্থানীয় জনসাধারণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী দলের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিকও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সেনাপ্রধানের।
আইএসপিআর জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ৯৬১ জন সেনাসদস্য সেখানে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :