শপথ নিয়েই মন্ত্রণালয়ে সি আর আবরার, কর্মকর্তাদের শুভেচ্ছা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০১:৪৯ পিএম
শপথ নিয়েই মন্ত্রণালয়ে সি আর আবরার, কর্মকর্তাদের শুভেচ্ছা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে শহিদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।

শপথ নিয়েই শিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সি আর আবরার। যদিও দুপুর পর্যন্ত দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

সি আর আবরার বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় উপস্থিত হন। এ সময় শিক্ষা উপদেষ্টার দায়িত্বে চালিয়ে আসা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। কাল (বুধবার) উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে। তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

নতুন এই উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হলো ২৩ জন।

আইএ

Link copied!