ঢাকা: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় ভাষণ শুরু করেন তিনি।
ভাষণে আওয়ামী লীগ সরকারের আমলে অভিনব পন্থায় বিদেশে টাকা পাচারের তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। টাকা পাচারে একটি অভিনব পন্থার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার আমলে বিদেশে অধ্যয়নরত সন্তানের লেখাপড়ার খরচ দেখিয়ে তিন মাসে ৩ কোটি ডলারের চেয়ে বেশি অর্থ পাঠানোর নজির আছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হচ্ছে।
বুধবার দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
আইএ
আপনার মতামত লিখুন :