ঢাকা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৬ মার্চ) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করে, যেখানে মার্কো রুবিওর বরাতে বলা হয়—
‘বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এ বছরের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের অভিযাত্রায় সর্বদা পাশে রয়েছে।’
মার্কো রুবিও আরও বলেন, ‘আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশ যখন মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন মার্কো রুবিও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং উভয় দেশের জন্য একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :