ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে স্থানীয় সময় সকালে তাদের বৈঠক হয়।বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে বৈঠকে যোগদানের লক্ষ্যে চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগদান শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন অধ্যাপক ইউনূস।
পরে রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা হাইয়ান প্রদেশ থেকে দেশটির রাজধানী বেইজিং পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন।
আইএ
আপনার মতামত লিখুন :