বাংলাদেশে ব্যবসার বিশাল সুযোগ, বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০১:১৬ পিএম
বাংলাদেশে ব্যবসার বিশাল সুযোগ, বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

ঢাকা : বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যবসার বিশাল সুযোগ রয়েছে। এখানকার ব্যবসা শুধু বাংলাদেশের জন্যই নয়, সারা বিশ্বের জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ছোট গ্রামে শুরু হয়েছিল, কিন্তু আজ তা আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে ড. ইউনূস আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ চুপ থাকেন। পরে তিনি বলেন, ‘বিশ্বকে বদলাতে চাইলে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানুষের ভাগ্য বদল করতে পারাটা এক স্বর্গীয় অনুভূতি। আমরা কার্বন নিঃসরণ ছাড়াই নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি, কারণ বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মই সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের জন্য অপেক্ষা করবে না। নতুন বিশ্ব গড়তে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে বিনিয়োগ মানে শুধু এ দেশে বিনিয়োগ নয়, বরং এটি বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।’

ড. ইউনূস বলেন, ‘দারিদ্র্য দূর করতে হলে দরিদ্রদের জন্য একটি উন্নত ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। আর সামাজিক ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো বাংলাদেশ।’

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন ৭ এপ্রিল শুরু হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

এমটিআই

Link copied!