বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে বন্যার্তদের সহায়তার সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৫:৫৫ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে বন্যার্তদের সহায়তার সিদ্ধান্ত

ঢাকা: বন্যার কারণে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পতাকা উত্তোলন, জিয়ার মাজারে শ্রদ্ধা ও বিকেলে দোয়া অনুষ্ঠিত হবে।

ফখরুল বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, যার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, ২৭ জনের প্রাণহানি ঘটেছে, অনেক ক্ষতিগ্রস্ত।

কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি-মহাসচিব বলেন, এর প্রতিবাদ জানাচ্ছি। কোনো দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি জড়িত না, বিএনপি খুব কঠোর অবস্থানে রয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত চলছে মন্তব্য করে তিনি বলেন, ক্রান্তিকাল পার করছি, স্থিতিশীল অবস্থাকে ব্যাহত করার চক্রান্ত চলছে। এটা করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। নেতাকর্মীদের অহেতুক মামলা দেওয়া থেকে বিরত থাকুন। সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়ার অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে।

আইএ

Link copied!