‘মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছিল হাসিনা সরকার’

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:৫০ পিএম
‘মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছিল হাসিনা সরকার’

পাবনা: জাতীয়তবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্নভাবে জেল-জুলুম অত্যাচার করেছে। তার পরেও শ্রমিকদলকে দমিয়ে রাখতে পারে নাই। আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকার কে পতন করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগ তার কর্মকান্ডের জন্য নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তাদের ও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তাহলে সাধারণ মানুষ ভোট অধিকার ফিরে পাবে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে পাবনা জেলা শ্রমিকদলের আয়োজনে কর্মী সভায় তারা এসব কথা বলেন।

বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই ৯টি উপজেলা থেকে শ্রমিকদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন।

জেলা শ্রমিকদলের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশানা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক এম জি ফারুক, সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব।

এসএস

Link copied!