ঢাকা : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘১২ দলীয় জোট’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
এতে দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবে বলেও মত দেন নেতারা।
এদিন বিকেল ৪টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা ১২ দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করেছি। আজ জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও আমরা বসব।
১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনে আমাদের কর্মসূচি কী হওয়া উচিত, তা নিয়ে নিজেদের মধ্যে কথা-বার্তা বলেছি। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্য বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।
এমটিআই
আপনার মতামত লিখুন :