ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় হলো সেই বিজয়ের আকাঙক্ষা যাতে ব্যর্থ না হয়।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিখ্যাত শিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।
ভোলা থেকে আরও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস আনতে চায় ইন্ট্রাকোভোলা থেকে আরও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস আনতে চায় ইন্ট্রাকো
নজরুল ইসলাম খান বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা ধারণ করি আমাদের হৃদয়ে এবং মাথায়। কিন্তু বিজয় তো একটিই নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, নব্বয়ের স্বৈরাচার পতনের বিজয়। প্রত্যেকটা লড়াইয়েও জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারও ছাত্রজনতা ও সহকর্মীর রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি। তবে আমরা কি বিজয়ের তাৎপর্য বুঝতে ভুল করেছিলাম? নাকি বিজয় শুধু সাময়িক প্রশান্তির কারণ ছিল। যার জন্য আমরা বিজয়ের সুফল ভোগ করতে পারি নাই।
তিনি বলেন, আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। একাত্তরের বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তু করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনও সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কি অবস্থায় আছে তারা; খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান তার স্বীকৃতি দিতে হবে। আইইবি যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা অত্যন্ত সময়োপযোগী।
খায়রুল কবির খোকন বলেন, মাইনাস টু ফর্মূলার নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করার চক্রান্ত হয়েছিল। কিন্তু সেটি সফল হয়নি। বরং তাদের করুণ পরিণতি হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেপথ্যের মূল কারিগর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিই বলেছিলেন- যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি ঘুরে দাঁড়াও তুমিই বাংলাদেশ’, ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ ইত্যাদি স্লোগান তিনিই দিয়েছেন। তিনি লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে দেশের জন্য কাজ করছেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছেন। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেটি বাস্তবায়ন করব। যা বাংলাদেশের ইতিহাসে কোনও রাজনৈতিক দল দিতে পারেনি। আজকে আমাদের সরকারের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, বেশিদিন থাকলে আপনারা সবকিছুর ওপর নিয়ন্ত্রণ হারাবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার। এখনও তো ফ্যাসিবাদ ও পতিত স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা আবারও রাস্তায় নামতে চাই না। আপনারা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিদেশে বসে ষড়যন্ত্র করে ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তারা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। জনগণই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।
প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, বাঙালি জাতির অনেক অর্জন। একাত্তরের ১৬ ডিসেম্বর, ৭৫’র ৭ নভেম্বরে এবং নব্বইয়ের স্বৈরাচার বিদায়। তবে অনেক অজর্নকে আমরা ধরে রাখতে পারিনি। এবার জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনও ব্যক্তি বিশেষের নয়। এটা ছাত্রজনতার সম্মিলিত ফসল। যা একদিনে গড়ে ওঠেনি। ১৭ বছরে ধীরে ধীরে গড়ে উঠেছে। সবশেষে আমাদের ছাত্র, ছোট ভাই ও জনগণ রক্ত দিয়ে বিপ্লব ঘটিয়েছেন। মা-বোনেরা শিশু সন্তান নিয়ে রাজপথে নেমেছেন। যেমনটি আমরা একাত্তরেও দেখেছি।
তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের পর কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি। এখনও গভীর ষড়যন্ত্র চলছে দেশের ভেতরে ও বাহিরে। দেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। আমি সরকারকে বলব সজাগ দৃষ্টি রাখতে। সচিবালয়ে এখনও অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে। কয়েকজন উপদেষ্টা কয়েকজন সচিবকে লালন করছে।
প্রকৌশলী রিজু বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে। এই প্রশ্ন আসবে কেন? প্যারালাল তো করা যায়। তবে কাঙ্ক্ষিত সংস্কার না করেই নির্বাচন করলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। আমরা গণঅভ্যুত্থানের অজর্ন যেন অর্থবহ করতে পারি এই আশা করি। আমাদের এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার।
আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায়র এসময় অ্যাবের নেতা প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, প্রকৌশলী মাহবুব আলম, আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আল-আমিন, সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসানুল রাসেল, মোহাম্মদ মাহবুব আলম, সাব্বির আহমেদ ওসমানী, নূর আমিন লালন, ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান উজ্জ্বল, অ্যাব’র সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তফা-ই-জামান সেলিম, আজিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আল মামুন গাজী, সাংগঠনিক সম্পাদক শামীম রাব্বি সঞ্চয়, ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার সজল, মোহসীন আলী, শফিকুল ইসলাম খান, জহির উদ্দিন, সাজ্জাদ হোসেন, রায়হান নবী, প্রকৌশলী হানিফ, মোহাম্মদ আরিফ, শরিফুল বাবু, মিনহাজ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নেসার উদ্দীন, বিজু বড়ুয়া, কামরুল হাসান খান সাইফুল, প্রকৌশলী ডালাস, করিম, ওসমান গনি, গোলাম রহমান রাজীব, প্রকৌশলী আইয়ুব, জাহাঙ্গীর আলম, মহিঊদ্দিন সেলিম, রুহুল আমিন, নাজনিন আক্তার, আজম খান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক, শাহরিয়ার পারভেজ, জাহিদু রহমানসহ আইইবি ও অ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এমটিআই
আপনার মতামত লিখুন :