ঢাকা: শতাধিক পণ্যের ওপর কর আরোপের ঘটনা ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে।
এসময় পাঠ্যপস্তক সংশোধনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে। এঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। অথচ বাকশাল নেতা শেখ মুজিবের এক দলীয় শাসনের কথা বইতে রাখা হয়নি।
এম
আপনার মতামত লিখুন :