এলডিপিও অংশ নেবে না প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০১:২০ পিএম
এলডিপিও অংশ নেবে না প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে

ঢাকা : জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

তবে এই বৈঠকে যাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার জানা গেলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিও প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, এই বৈঠকে অংশ নেবে না বিএনপি। যদিও দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই দলটি অংশগ্রহণ করবে কিনা তা জানতে অপেক্ষা বাড়ছে।

এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি অংশগ্রহন না করার সিদ্ধান্ত নিশ্চিত জানাল।

এদিকে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ এই বৈঠকের পরই কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে, তাও জানা যেতে পারে।

এরআগে, গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেটিও আজ জানানো হবে।

এমটিআই

Link copied!