নাহিদ ইসলাম

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:৩১ পিএম
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সকল রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট ও ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।

শনিবার ( ১৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং যে গণতন্ত্র একটা রিফর্ম (সংস্কার) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে কাজ করছেন, সেটার সারসংক্ষেপ ও পরিকল্পনা তারা তুলে ধরেছেন। একইসঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেছেন।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিকদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

এমটিআই

Link copied!