ঢাকা : শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) আড়াইটার দিকে তার শহীদ মিনারে আনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে (২৩ বঙ্গবন্ধু এভিনিউ) নিয়ে যাওয়া হবে।
বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :