ঢাকা : আওয়ামী লীগ কোথায় ছলচাতুরী করেছে, বিএনপির উদ্দ্যেশে এ প্রশ্ন ছুড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের জানান, আওয়ামী লীগ প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কাজ করেছে এবং করছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। কোনো ছলচাতুরী করেনি।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে গঠিত স্বাস্থ্য উপ-কমিটির সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'আমরা জনগণের সাথে ছলচাতুরি কি করলাম? আমরা জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি৷ ডিজিটাল বাংলাদেশ আমরা কথা দিয়েছি আমরা কথা রেখেছি৷'
তিনি বলেন, 'আমরা বলেছিলাম পদ্মা সেতু করব। শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেলে। নেত্রী ঘোষণা দিলেন আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস করেছিলে, কটাক্ষ করেছিলে, কিন্তু তিনি সেই সিদ্ধান্ত অটুট ছিলেন। আমরা ছলচাতুরি কোথায় করলাম? মেট্রোরেল করবো, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা উদ্বোধন। একদিনে একশো সেতুর উদ্বোধন করেছি। এতগুলো গুগলও পাওয়া যাবে না। ছলচাতুরি কোথায় করলাম? টানেল করবো বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। এখন উদ্বোধনের অপেক্ষায়৷'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এই দেশে আওয়ামী লীগই প্রথম সরকার যে সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। শান্তিপূর্ণভাবে এদেশে আর কেউ ক্ষমতা হস্তান্তর করেননি '৭৫ পরবর্তীকালে।'
আওয়ামী লীগ চাতুরী করেনি উল্লেখ করে তিনি বলেন, '১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের নামে ভোট চুরি। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওয়ান-ইলেভেন কি এমনিতে এসেছে? জাতির সঙ্গে ছলচাতুরি বিএনপি করেছে। সবই বিএনপি করেছে। আমরা চাতুরী করিনি।'
লোডশেডিং হওয়ার কথা থাকলেও হচ্ছে না উল্লেখ করে কাদের বলেন, 'এই যে একটা বিশ্বকাপ। বিকাল চারটা, রাত ৯টায়, রাত এগারোটায়, রাত একটায়। একদিনে চারটা করে খেলা। সবশেষ। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামীকাল ফাইনাল। এই পর্যন্ত কোথাও কি লোডশেডিং হয়েছে? অথচ লোডশেডিং হওয়ার কথা ছিল।'
ওবায়দুল কাদের বলেন, '৭১ এর যে সংকট এক রকম, আজকের আমাদের সংকটা আরেক রকম। তখন আমাদের জনসংখ্যা ছিল কম, তারপরও সমাজ ছিল ঐক্যবদ্ধ। এখন জনসংখ্যাও বেশি, আমাদের আয়ও অনেক বেড়েছে।'
কাদের বলেন, 'তদবির করে নিষেধাজ্ঞা দিতে চেষ্টা করে, যুক্তরাষ্ট্র ২০ দেশের ৭০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশ তো নেই। আমির খসরু মাহমুদ সাহেব তো একে বারে আটঘাট বেধে গিয়েছে। কোমরে আটঘাট বেধে একেবারে ওয়াশিংটন গেছে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে। আজকে নিষেধাজ্ঞা আমরা জর্জরিত, আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ এবং নিষেজ্ঞা। সারা দুনিয়া তাল মাতার অবস্থা। মন্দের মধ্যে আমরা এখনো ঠিকে আছি।'
বিএনপির শাসনামলে প্রসঙ্গ টেনে কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনার রুপ দেন। কাইসেস থেকে অপরচুনিটি সৃষ্টি করেছেন। বিএনপির আমলে বিশ্বকাপের খেলায় প্রতিদিন কোথাও না কোথাও গুলমাল। বিদুৎ অফিস ভাংচুর, নিত্য দিনের ঘটনা। বিদ্যুৎতের দাবিতে মিছিল করলে মানুষকে গুলি করে, সারের দাবিতে কৃষকদের উপর গুলি, এসব তো দেখলাম। মুজুরীর দাবিতে শ্রমিকদের উপর, তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে। গণতন্ত্র তারাই গিলে খেয়েছে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে গিয়ে আমরা একটা বিকশমান প্রক্রিয়া আছি। গণতন্ত্র আমাদের দেশে ২১ বছর ছিল না। ২১ বছর মানবাধিকারও আমাদের ছিল না।'
সোনালীনিউজ/এলআই/এমএএইচ
আপনার মতামত লিখুন :