‘রিমোট কন্ট্রোলে’ আন্দোলনের সম্ভাবনা দেখছেন না কাদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০২:২৭ পিএম
‘রিমোট কন্ট্রোলে’ আন্দোলনের সম্ভাবনা দেখছেন না কাদের

ঢাকা : বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেবে না বলে ঘোষণার পর মার্কিন ভিসানীতি এখানে কী করে তা দেখার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মার্কিন ভিসা নীতিতে বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসানীতি উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নির্বাচন বন্ধের ঘোষণায় এই নীতি এখন বধির হয়ে থাকবে, না কি বাস্তববাদী হবে আমরা দেখব।

তিনি বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না। সরকার আর থাকতে পারবে না, আন্দোলনে বিদায় নেবে বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোন আন্দোলন তারা করতে পারেনি, আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?

তিনি জানান, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি।

বিআরটি প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রিতায় চলে গেছে এ প্রকল্পটি। হবে কি হবে না- এরকম একটা দ্বিধা-সংশয় কাজ করেছে। তিনি বলেন, গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প চিন্তা করার আগে আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রকল্প নিলে ভালো হতো।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!