বিএনপির সঙ্গে রেজা কিবরিয়াপন্থীদের বৈঠক, যে কথা হলো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৯:২৬ পিএম
বিএনপির সঙ্গে রেজা কিবরিয়াপন্থীদের বৈঠক, যে কথা হলো

ঢাকা: বিএনপির দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক হয়েছে ড. রেজা কিবরিয়ার নেত্বত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাদের। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আর গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, সহকারী আহ্বায়ক জে আবেদীন শিশির প্রমুখ।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকের আলোচনাটা ছিল আগামী ১২ তারিখে আমাদের যে একদফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু হবে, সেটা আমরা শেয়ার করেছি এবং আমরা ঐক্যমতে এসেছি- একই ঘোষণা দেব, একই সময়ে। আমরা একমত হয়েছি যে আগামীতে যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হবে, তারা তাদের অবস্থান থেকে সে আন্দোলনে অংশ নেবে। আন্দোলনেক সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, কথাবার্তা চলবে।’  

এ সময় গণঅধিকারের ফারুক হাসান বলেন, ‘আমরা বিএনপিসহ রাজপথে যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা রয়েছেন তার মধ্যে আমরাও মাঠে রয়েছি। আগামী ১২ তারিখ যে একদফার ঘোষণা আসতেছে, সেই একদফার সঙ্গে, বিএনপির যে একদফা এটার সঙ্গে আমরা একমত এবং আমরা ঐক্যমত পোষণ করেছি। আগামী ১২ তারিখে গণঅধিকার পরিষদ যৌথ ঘোষণায় মাঠে থাকবে এবং রাজপথেই গণঅধিকার পরিষদ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইনশাল্লাহ এই স্বৈরাচার পতনের আন্দোলনে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব, ইনশাল্লাহ।’

সোনালীনিউজ/এম

Link copied!