মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৩:১১ পিএম
মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

জানা যায়, শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাতুয়াইলে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন।

দুপুর সাড়ে ১২টার দিকে ২টি বাসে আগুন দেওয়া হয়। এর পর দুপুর ১টার দিকে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়াও রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ গাড়িটি ভেঙেছে সে সম্পর্কে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!