তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৬:৪৯ পিএম
তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

ফাইল ছবি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে প্রতিবাদে আগামী রোববার ও সোমবার (৪৮ ঘণ্টা) হরতাল ঘোষণা করতে পারে বিএনপি। দলটির একটি সূত্র সোনালী নিউজকে এ তথ্য জানিয়েছে।

জনমতকে উপেক্ষা করে একদলীয় নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্বাচন কমিশন তফসিল জারি করছে- এমন অভিমত ব্যক্ত করে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, এই তফসিল জারির প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি-সোমবার) সারাদেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

ওয়াইএ

Link copied!