নির্বাচনে না আসা বিএনপির বড় ভুল: পররাষ্ট্রমন্ত্রী

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:২০ পিএম
নির্বাচনে না আসা বিএনপির বড় ভুল: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট : নির্বাচনে না এসে বিএনপি বড় ভুল করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, হরতাল অবরোধ না করে নির্বাচনে এলে বিএনপি বুঝতে পারতো, তাদের জনসমর্থন কতোটা আছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের ফাজিল চিশত এলাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের কোথাও হরতালের কোনো প্রভাব নেই। জনগণ ভোট দিতে উৎসুক হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের মাধ্যমে নেতাকর্মীরা দিক নির্দেশনা পাবে।

এমটিআই

Link copied!