আলোচনা সভার অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৯:৪৪ পিএম
আলোচনা সভার অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি বিএনপির

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দলটির পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পাঠানো চিঠিতে আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

এমএস

Link copied!