ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।
নির্বাচনের পর দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ এনে সেন্টুসহ জাপার পরাজিত প্রার্থী বিশেষ বৈঠক ডেকে বক্তব্য দেন।
এরপরই সেন্টুকে দল থেকে বহিষ্কার করে উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জি এম কাদের। ইতিমধ্যে উত্তরের নতুন আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে। এর জেরে ৬৭১ জন নেতা দল থেকে পদত্যাগ করলেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :