ঢাকাসহ তিন মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০১:৪৫ পিএম
ঢাকাসহ তিন মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি

ঢাকা : বিলুপ্তির ২৩ দিনের মাথায় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নবগঠিত এই চার আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চার মহানগরের নেতৃত্বে যারা

• ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

• ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক।

• চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান।

• বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক মজনু গত কমিটির সদস্য সচিব এবং তানভীর আহমেদ রবিন যুগ্ম আহ্বায়ক ছিলেন।

উত্তরের নতুন আহ্বায়ক সাইফুল আলম নিরব আগে যুবদলের সভাপতি ছিলেন। আর নতুন সদস্য সচিব আমিনুল হক মহানগর উত্তরের গত কমিটিতেও একই পদে ছিলেন।

চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক এরশাদুল্লাহ গত কমিটির সহসভাপতি এবং সদস্য সচিব নাজিমুর রহমান জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

বরিশালের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক গত কমিটিতেও আহ্বায়ক ছিলেন। সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া ছিলেন যুগ্ম আহ্ববায়ক এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ছিলেন ছাত্রদলের নেত্রী।

গত ১৪ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডা. সাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।

এমটিআই

Link copied!