দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন মির্জা ফখরুল

  • নিজন্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৫:৩৮ পিএম
দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন মির্জা ফখরুল

ঢাকা : দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। বৈঠক সুন্দর হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এমটিআই

Link copied!