জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে: জিএম কাদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১২:৩৪ পিএম
জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকার যেমন নির্বাচনে যেতে চাপ দিতো, তেমনি অন্যদিক থেকেও জোর করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপর সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই দিন সন্ধ্যায় জাপা অফিসে হামলার ঘটনায় দলটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ শানু, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আহত হন।

জিএম কাদের আরও বলেন, গতকাল একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়। তারা নাগরিক কমিটির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাপা একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে, আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাপা কখনও সন্ত্রাস করে না, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি দখলবাজি করিনি।

একটি গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের দোসর বলে প্রচার চালানোর চেষ্টা করছে। এই বক্তব্যের কোনো জাস্টিফিকেশান নেই, এই কারণে আমরা গুরুত্ব দেইনি। এখন এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

এআর

Link copied!