সাবেক রসিক মেয়র মোস্তফা

জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৭:০১ পিএম
জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি

রংপুর: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, রাতের আঁধারে গোপনে জাতীয় পার্টির প্রধান কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছিল। ওই দুষ্কৃতিকারীদের বলে দিতে চাই, সাহস থাকলে রংপুর কার্যালয়ে আগুন দিতে আসুন। সমন্বয়ক সার্জিস আলম বলেছিলেন ‘পিপিলিকার পাখা গজায় মরিবার তরে’, সার্জিস সাহেব আপনাকে বলে দিতে চাই, জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে সেনপাড়া রোডস্থ জাতীয় পার্টির রংপুর কার্যালয়ের সামনে একটি কর্মীসভায় এই মন্তব্য করেন তিনি।

এ সময় সাবেক রসিক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন,‘যেকোনো প্রকার রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় পার্টি প্রস্তুত ছিলো, আছে আর আগামীতেও থাকবে। জাতীয় পার্টিকে নিয়ে খেলতে আসলে পিঠের চামড়া থাকবে না। জাতীয় পার্টিকে নিয়ে পিছনে কিছু না বলে, সাহস থাকলে সামনে এসে বলুন। আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’

জাতীয় পার্টির অঙ্গসংগঠনগুলোকে সুসংগঠিত করতে এবং কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে এই যৌথ কর্মীসভার আয়োজন করা হয়।

যৌথ এই কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এসএস

Link copied!