ফাঁদে পা দেওয়া যাবে না: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৬:২৩ পিএম
ফাঁদে পা দেওয়া যাবে না: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি

ঢাকা : ছাত্রদলের ভাবমূর্তিকে সংকটে ফেলার চেষ্টা চলছে বলে নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। নেতাকর্মীদেরকে সে ‘ফাঁদে’ পা না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন গণেশ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পোস্টার লাগানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ করেছে।

এসব বিক্ষোভে হলে রাজনৈতিক দলের অনুসারী ছাত্র রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা দিয়ে বলা হয়েছে, এসব সংগঠন ক্যাম্পাসে থাকবে, তবে হলে নয়।

ছাত্রদল নেতা বলেন, বিগত দিনগুলোতে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে ‘লেলিয়ে দিয়ে’ যেভাবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি কায়েম করে, জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল, সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, ছাত্রদলও তেমন করবে কি না।

ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ধারণ করে রাজনীতি করবে। শিক্ষার্থীরা বিতর্ক হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, চাল-চলনে আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনো রাজনীতি ছাত্রদল অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।

নেতাকর্মীদের উদ্দেশে গণেশ বলেন, ছাত্রদলের রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের আবেগকে মনেপ্রাণে ধারণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখতে হবে। এসব দেখে কষ্ট শিকার করে কেউ যদি ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়, আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু কেউ যদি মনে করে, পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্রদলের পতাকাতলে এসে আরাম-আয়েশে জীবন যাপন করবে, সে বোকার স্বর্গে বাস করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ছাত্রদলের ভাবমূর্তিকে সংকটে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে। সে ফাঁদে পা দেওয়া যাবে না। আপনারা চালচলন ও আচার-আচরণ অবশ্যই নিয়ন্ত্রণ করবেন৷ কোনোভাবেই ‘ফ্যাসিবাদের দোসরদের’ সুযোগ দেওয়া যাবে না।

ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ছাত্র রাজনীতিকে কলুষিত করে এখন চাচ্ছে বাংলাদেশে যেন আর কোনো ছাত্র রাজনীতি না হয়। যেহেতু তারা রাজনীতি করতে পারবে না, তাই অন্য কেউ যেন রাজনীতি করতে না পারে।

শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ‘নির্যাতন’ হবে না ঘোষণা করে তিনি বলেন, গণরুম সংস্কৃতি তৈরি হবে না। ক্যাম্পাসে হবে মেধা ও জ্ঞানের চর্চা। ছাত্রদল এই ইতিবাচক চর্চার মধ্যে শিক্ষার্থীদের পক্ষে লড়াই সংগ্রাম জারি রাখবে।

এর আগে ৩ দফা দাবিতে মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন, ক্যাম্পাস শ্যাডো হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

তিন দফা দাবি

১. অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিদেশে হেনস্তায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।

২. ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা।

এবং

৩. আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

এমটিআই

Link copied!