মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:২৮ এএম
মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন। আগামী ২২ ডিসেম্বর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২২ ডিসেম্বর সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া সমাবেশে যোগ দেবেন বলে সম্মতি দিয়েছেন।

জানা গেছে, সমাবেশে অংশ নিতে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদসহ একাধিক নেতা আমন্ত্রণ জানিয়েছেন।

খালেদা জিয়া সবশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন ২০১৭ সাল ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এরপর ২০১৮ সাল ৬ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া।

এম

Link copied!