মাওলানা রফিকুল ইসলাম 

জামায়াত চায় সবাই ভালো থাকুক

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:২০ পিএম
জামায়াত চায় সবাই ভালো থাকুক

পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে এ দেশের সকলে ভালো থাকবে, সুখে থাকবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘গত ৫৩ বছরে যেখানে একটি সমৃদ্ধ ও সুখী রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈরশাসন, লাঠির শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। এর থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে এ দেশের সকলে ভালো থাকবে, সুখে থাকবে।’

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজিবুর রহমান, চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হামিদ, ফরিদপুর উপজেলা জামায়াতের আমীর আবু তালেব প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আইএ

Link copied!