জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আখতার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:০৩ পিএম
নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আখতার

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশে দলের ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার তাদের নাম ঘোষণা করেন।

নতুন দলের সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন। তিনি জানান পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ ছাড়াও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা ইসলাম নিভা, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এমটিআই

Link copied!