নাহিদ ইসলাম

‘এ বছর নির্বাচন সম্ভব নয়’— আমি ঠিক এই ভাবে বলিনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৬:৫০ পিএম
‘এ বছর নির্বাচন সম্ভব নয়’— আমি ঠিক এই ভাবে বলিনি

ঢাকা : দেশের জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় চলতি বছর সংসদ নির্বাচন করাটা কঠিন হবে বলে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের দেশজুড়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে মুখ খুলেছেন এনসিপির এ নেতা। তিনি বলেছেন, রয়টার্সের ইন্টারভিউ নিয়ে ভুল অনুবাদ হয়েছে। এ বছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এই ভাবে কথাটা বলিনি।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমি বলেছিলাম— পুলিশ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এরকম নাজুক অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। এই পুলিশ-প্রশাসনের সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা হয়নি। সেই জায়গা থেকে আমি বলেছি— নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত রয়েছে জানিয়েছেন দলটির এ নেতা বলেন, আমরা জাতীয় সংসদের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দেখতে চাই। এনসিপির কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন একমাত্র দাবি নয়। তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।

সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যেন নারীর নিরাপত্তা নিশ্চিত হয়, সেজন্য সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্তদের দ্রুত যেন যথাযথ বিচারের আওতায় আনা হয়।

এমটিআই

Link copied!